Logo

আন্তর্জাতিক    >>   ট্রাম্পের বিজয়ে বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান এলায়েন্সের মিষ্টি বিতরণ ও সাংবাদিক সম্মেলন

ট্রাম্পের বিজয়ে বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান এলায়েন্সের মিষ্টি বিতরণ ও সাংবাদিক সম্মেলন

ট্রাম্পের বিজয়ে বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান এলায়েন্সের মিষ্টি বিতরণ ও সাংবাদিক সম্মেলন

ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক প্রেসিডেন্ট পদে বিজয়কে ঘিরে উদ্দীপনায় ভাসলেন নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশিরা। ৬ নভেম্বর বুধবার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজা এবং নবান্ন পার্টি হলে "বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান এলায়েন্স, ইউএসএ" কর্তৃক আয়োজিত এই বিজয় সমাবেশে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। রিপাবলিকান নেতা নির্মল পাল মিষ্টি বিতরনের আয়োজন করে তিনি নিজে মিষ্টি বিতরণ করেন এবং উপস্থিত অনেকের মুখে মিষ্টি তুলে দিয়ে বিজয় উদযাপন করেন।
এই আনন্দঘন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট নাসির আলী খান পল। অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত ছিল—প্রথম পর্বে উপস্থিত অতিথিদের জন্যে মিষ্টি বিতরণ করা হয় এবং দ্বিতীয় পর্বে নেতৃস্থানীয়দের বক্তৃতায় উৎসব মুখরিত হয়ে ওঠে। এ সময় বক্তারা ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তার ভবিষ্যৎ নেতৃত্বের প্রতি সমর্থন ব্যক্ত করেন।

এছাড়া সন্ধ্যা ৭.৩০ মিনিটে নিউইয়র্কের কুইন্সের  জ্যাকসন হাইটস এর  বাংলাদেশীদের জনপ্রিয় এলাকা নবান্ন রেস্টুরেন্টে ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত রিপাবলিকান পার্টির  সমর্থিত  সদস্যরা সাংবাদিক সম্মেলন করেছে।

প্রসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এর  ঐতিহাসিক বিজয় ঘোষনার পর পরই বাংলাদেশী আমেরিকান রিপাবলিকান  এলায়েন্স ইউ এস এ এর  সভাপতি নাসির খান পল এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক প্রিয়তোষ দে'র পরিচালনায় সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন, বিদ্যুৎ সরকার, এম ডি করিম, কাজী ইমাম কাইয়ুম,  শাহ শাহিদুল, আনোমায় খান, ড: সরোয়ার,ফোহাদ হোসেন, মোঃ আজাদখান, শওকত প্রমুখ। 

এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক পরিচয় পত্রিকার মোঃ নাজমূল আহসান, সন্ধান পত্রিকার সঞ্জিবন সরকার চ্যানেল আই এর মোঃ হোসেন দীপু, এনটিভির ফরিদ আলম, বাংলাদেশ প্রতিদিন এর  লাভলু আনসারী, ডি বি সি টিভি চ্যালেন এর কানু দত্ত, প্রথম আলোর মঞ্জুরুল হক, এন টিভি র শফিকুল ইসলাম, ইউ এস এ নিউজ এর মো:. সেলিম ও  প্রজ্ঞা পত্রিকার সম্পাদক উত্তম কুমার সাহা। বক্তারা ট্রাম্পের কঠোর পরিশ্রমী ইমিগ্র্যান্টদের প্রতি সহানুভূতির প্রশংসা করেন এবং তাকে প্রবাসী বন্ধু হিসেবে বর্ণনা করেন। তারা বিশ্বাস করেন যে তার অর্থনৈতিক উন্নয়নের প্রতিশ্রুতি ও বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নেওয়া পরিকল্পনাগুলি আমেরিকা ও সমগ্র বিশ্বে সমৃদ্ধি বয়ে আনবে। ট্রাম্পের নেতৃত্বে বিশ্বে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা করে বক্তারা তাকে সহযোগিতার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বক্তারা প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়কে আমেরিকার উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কাজ করার আহ্বান জানান। এছাড়া ট্রাম্পের সফলতার জন্য তারা তাকে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন





P.S 220 Winter concert

P.S 220 Winter concert